ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা থেকে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
কুমিল্লা থেকে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই 

ঢাকা: কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ৭৬ কেজি গাঁজাসহ মাদককারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

গ্রেপ্তাররা হলেন- চক্রের মূলহোতা মো. রিয়াদ খান (২২) ও তার অন্যতম সহযোগী মো. জাবেদ মোল্লা (১৯)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।  

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) দিনগত রাতে দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। চক্রের মূলহোতা রিয়াদের নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।  

তিনি আরও জানান, তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করতেন। তাদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।