ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাংস বিক্রিতে প্রতারণা, জরিমানা ৩০ হাজার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
মাংস বিক্রিতে প্রতারণা, জরিমানা ৩০ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে হাজী মো. গোস্তের দোকান নামক মাংসের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মাংস বিক্রির ক্ষেত্রে প্রতারণার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গরুর মাংসের দোকানটিতে ক্রস গরুকে দেশি ষাঁড় গরুর মাংস বলে বিক্রয় করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এমআরপি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।