ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮ ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে ৮ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মজনু মিয়া (৪৫), রাসেল (৩৫),  মঞ্জুরুল (৩৫), আরিফ (১৯), আল-আমিন (২১),  জাহাঙ্গীর (২৩), বাদশা মিয়া (২২) ও আসাদুল (২৫)।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান জানান, দেওয়ালিয়াবাড়ী এলাকায় কাশিমপুর কারাগার রোডে ডানো ফ্যাক্টরির একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছিল। সকাল থেকে নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে নির্মাণাধীন ভবনের সেন্টারিং সরে গিয়ে ঢালাইসহ ছাদ ধসে পড়ে। এতে ৮ শ্রমিক নিচে চাপা পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে। আহতরা সবাই ওই ভবনের নির্মাণ শ্রমিক। তারা আশপাশ এলাকায় বাসা ভাড়া থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৪৪০, এপ্রিল ১৫, ২০২৩
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।