ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সাব মাঝি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সাব মাঝি নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে রওশন আলী (৫৫) নামে এক সাব মাঝি নিহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রওশন আলী ক্যাম্প-১৩ নম্বর শিবিরের ব্লক ই/২ এর সাব মাঝি ও ওই শিবিরের জালাল আহম্মদের ছেলে।

ওসি জানান, বিকেলে ৬ থেকে ৮ জন রোহিঙ্গা সন্ত্রাসী শিবিরে গিয়ে রওশন আলীকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।