ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুঁটিতে বাইকের ধাক্কা, প্রাণ গেল বরের ভাগ্নেসহ ৩ তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
খুঁটিতে বাইকের ধাক্কা, প্রাণ গেল বরের ভাগ্নেসহ ৩ তরুণের ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে বরের ভাগ্নেসহ মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন।  

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়ায় বুড়িচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
   
নিহতরা হলেন-সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মনির হোসেনের ছেলে মো. মিনহাজুল ও বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে দ্রুতগামী মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও স্থানীয় ইমন। যাওয়ার পথেই এ দুর্ঘটনার শিকার হন তারা।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।