ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড়ের খাদে পড়ল চাঁদের গাড়ি, নিহত ২

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
পাহাড়ের খাদে পড়ল চাঁদের গাড়ি, নিহত ২ প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের সীমান্ত সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম - মিনহাজুল করিম (২০) এবং মোহাম্মদ নাঈম (২৩)। গুরুতর আহতের নাম মোহাম্মদ শাহিন (২২)।  

নিহত মিনহাজুলের বাড়ি সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের ডুলুপুর গ্রামে। নাঈমের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। গুরুতর আহত মোহাম্মদ শাহিন ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামের  ইউনুচ আলীর ছেলে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে একটি চাঁদের গাড়ি তিনজন নিয়ে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন থেকে রাজস্থলী উপজেলায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাজস্থলী সদর  হাসপাতালে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।