ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলেছে নিউ মার্কেট, বন্ধ চন্দ্রিমা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
খুলেছে নিউ মার্কেট, বন্ধ চন্দ্রিমা  খুলেছে নিউ মার্কেট

ঢাকা: ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুনের কারণে বন্ধ ঘোষণার পর আজ রোববার (১৬  এপ্রিল) নিউ মার্কেটের দোকানগুলো খুলেছে। এদিন সকাল ১০টার পর ব্যবসায়ীদের দোকান খুলতে দেখা যায়।

 

জানতে চাইলে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বাংলানিউজকে বলেন, নিউ সুপারে আগুন লাগায় ঝুঁকি এড়াতে আমরা নিজেরাই দোকান বন্ধ রেখেছিলাম। কারণ অনেক মানুষ যাতায়াত করেছিল। নিরাপত্তার স্বার্থে আমরা এটা করেছি। আজকে দোকান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।  

অপরদিকে ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে চন্দ্রিমা মার্কেটের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিসমিল্লাহ স্টোরের মালিক কুদ্দুস। বাংলানিউজকে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের আপাতত দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। সব পরিচ্ছন্ন করার পর হয়ত খুলে দেবে।

এদিকে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।  রোববার সকাল থেকেই  মালামাল সরানোর কাজ শুরু হয়।

সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।  সিআইডির পরিদর্শক মর্তুজা কবির বলেন, আমরা আলামত সংগ্রহ করেছি। সেগুলো ল্যাবে পরীক্ষা করে তারপর এ বিষয়ে বলা যাবে।

 শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  

পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি, বিমান-নৌ-সেনা বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসকেবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।