ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার পেলেন টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার ১৪ হাজার মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
প্রধানমন্ত্রীর উপহার পেলেন টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার ১৪ হাজার মানুষ প্রধানমন্ত্রীর পক্ষে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় দুস্থদের মাঝে ঈদ উপহার

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।  
রোববার (১৬ এপ্রিল) দুপুরে ওই দুই উপজেলায় আওয়ামী লীগ কার‌্যালয়ে সাড়ে ১৪ হাজার দুস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন শেখ হেলাল উদ্দিন এমপি।

এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি-২ গাজী হাফিজুর রহমান লেকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নার হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।