ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
সুনামগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

সিলেট: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হিটস্ট্রোকে মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা বড়দল ইউনিয়ন কাউকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

কৃষক মাসুক মিয়া উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত মো. মিয়া বকসের ছেলে।

পরিবার সূত্র জানায়, কৃষক মাসুক মিয়া মাটিয়ান হাওর থেকে বোরো ধান কেটে নিজ বাড়ি কাউকান্দি গ্রামে খলায় নিয়ে আসেন। পরে মাড়াই করে সংরক্ষণ করায় সময় অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা ও পরিবারের লোকজন পার্শ্ববর্তী কাউকান্দি বাজারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, অতিরিক্ত তাপমাত্রায় কৃষক মৃত্যুর বিষয়ে কেউ জানায়নি। তার পরিবারের বিষয়ে খোঁজ নেবো।

এ সময় এই গরমের মধ্যে সবাইকে সাবধানে কাজ করার পরামর্শ দেন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।