ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে সাবেক ইউপি চেয়ারম্যান মখন মিয়া আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, এপ্রিল ১৬, ২০২৩
সিলেটে সাবেক ইউপি চেয়ারম্যান মখন মিয়া আর নেই

সিলেট: সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মখন মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

রোববার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭২ বছর।

মখন মিয়ার ছেলে মো. মতিউর রহমান তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। আজ দুপুর ১২টার পর থেকে তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। এ সময় শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হলে নগরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রোববার রাত ১১টায় মখন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ