ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনার বাংলা ট্রেনের সোমবারের যাত্রা বাতিল, দুর্ঘটনা তদন্তে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
সোনার বাংলা ট্রেনের সোমবারের যাত্রা বাতিল, দুর্ঘটনা তদন্তে কমিটি

ঢাকা: রেলের ঈদযাত্রার প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের যাত্রা বাতিল করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) রাতে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যে ঠিক করা সম্ভব হবে না। তাই আগামীকাল এ ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ট্রেনটি আগামী বুধবার চালানো হবে। একই সঙ্গে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, এরই মধ্যে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ডিটিও চট্টগ্রাম তারেক মোহম্মদ ইমরানকে প্রধান করে বানানো তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীরা বিশেষ বিবেচনায় বুধবার একই টিকিটের ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে যারা বুধবার এ ট্রেনে যাবেন না, তারা চাইলে কাল অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন বলেও জানান রেলওয়ের মহাপরিচালক। বাংলাদেশ সময়: ২৩০৫, ১৬ এপ্রিল এনবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।