ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধূমকেতু ২০ মিনিট-প্রভাতীর দেরি ২ ঘণ্টা, শুরু রেলের ঈদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ধূমকেতু ২০ মিনিট-প্রভাতীর দেরি ২ ঘণ্টা, শুরু রেলের ঈদযাত্রা

ঢাকা: রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঈদযাত্রার প্রথম দিন শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।  

ট্রেনটির নির্ধারিত সময় সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টা থাকলেও
২০ মিনিট দেরিতে ধূমকেতু এক্সপ্রেসে রাজশাহীর উদ্দেশ্যে রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর ছেড়ে গেছে।

 

অন্যদিকে ৭টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী ট্রেনটির শিডিউল থাকলেও কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ৯ টা ৪৫ মিনিটের দিকে।

 রোববার সোনার বাংলা এক্সপ্রেস কুমিল্লায় দুর্ঘটনা ঘটায় রেলওয়ে পূর্বাঞ্চলে সিডিউল বিপর্যয় হয়। ফলে দুই ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে ট্রেনটি।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এ চিত্র দেখা গেছে।  

ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েরপাঁচ মিনিটের মধ্যে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।  

এখন পর্যন্ত ছেড়ে যাওয়ার অন্যান্য আন্তনগর ট্রেনগুলো হচ্ছে— পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস।  

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, নির্ধারিত সময়েই যাত্রীদের পৌঁছে দিতে এবার চেষ্টা করছে রেলওয়ে। রোববারের দুর্ঘটনার ফলে মহানগর প্রভাতীর দেরি হয়েছে।  

প্রথমবারের মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন দফা চেকিং শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।