ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে দগ্ধ শিশু গৃহকর্মী জান্নাত মারা গেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
শান্তিনগরে দগ্ধ শিশু গৃহকর্মী জান্নাত মারা গেছে

ঢাকা: শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত (১৩) নামে শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৫ শতাংশ পোড়া ছিল।

সোমবার (১৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি জানান, শিশু জান্নাত শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজ করতো।

গতকাল রোববার (১৬ এপ্রিল) দুপুরের দিকে ওই বাসার রান্নাঘরে কাজ করার সময় জান্নাতের গায়ে থাকা ওড়নায় চুলা থেকে আগুন ধরে যায়। এতে তার শরীরের প্রায় ৮৫ শতাংশ বার্ণ হয়। পরে বাসার লোকজনই তাকে বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টার দিকে জান্নাতের মৃত্যু হয়।

তিনি আরও জানান, শিশুটির বাবার নাম আবু বকর। তাদের বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে। তাদের পরিবারের সবার সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হবে। ময়নাতদন্তের পরে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।