ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

ঢাকা: ঢাকার ধামরাই থানাধীন এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাহানুর (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

সাহানুর পাবনা জেলার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের বাবুল শেখের ছেলে।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়ে সে দীর্ঘদিন ধরেই পলাতক জীবন-যাপন করছিল।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, সে দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের ১টি মাদক মামলা রয়েছে। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৯ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে চলে যায়।  

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।