ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন অজ্ঞাতনামা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন অজ্ঞাতনামা

ঢাকা: রাজধানীর বিমানবন্দর স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে বিমানবন্দর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ঘটনাটি ঘটে।

 

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, আজ (১৮ এপ্রিল) সকালে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল সাদা-নীল চেক শার্ট ও সাদা-লাল চেক লুঙ্গি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।