ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনার বিকল্প কেউ নেই: আসাদুজ্জামান নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, এপ্রিল ১৮, ২০২৩
শেখ হাসিনার বিকল্প কেউ নেই: আসাদুজ্জামান নূর

নীলফামারী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলে মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

তিনি বলেছেন, শেখ হাসিনা থাকলে দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে।

তার বিচক্ষণতায় বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বিধায় আমরা সুফল ভোগ করছি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগ আয়োজিত অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা যুবলীগের সহ-সভাপতি সুধীর রায়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু সফি সবুজ।

স্বাগত বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্ত্বনা চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী বক্তব্য দেন।

অনুষ্ঠানে ২৫ জনকে হুইল চেয়ার, ৬ জনকে রিকশা, ২০ জনকে সেলাই মেশিন ও এক’শ জনকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ইফতার পার্টি না করে ইফতারের টাকা দিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।