ঢাকা: রাজধানীর শান্তিনগর পুলিশ কর্মকর্তার বাসায় চুলার আগুনে দগ্ধ গৃহকর্মী জান্নাতের (১৩) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে মর্গ সুত্রে জানা যায়, মরতদেহের ডিএনএ পরীক্ষার জন্য এসবিএস সফট ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে।
এর আগে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন, পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুইটি।
তিনি সুরতহালে উল্লেখ করেন, মৃত জান্নাতের কপালের উপড়ে মাথার সম্মুখে ২ ইঞ্চি লম্বা কাটা দাগ ও মাথার ডান পাশে হালকা ফুলা রয়েছে। এছাড়া সারা শরীর পোড়া। মৃত্যুর আগে কোনো প্রকার যৌন নিপীড়নের শিকার হয়েছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে।
মৃত জান্নাতের বাবা আবুবকর মোবাইলফোনে জানান, তাদের বাড়ি চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেউচিয়া গ্রামে। প্রায় দুই মাস ধরে এক পুলিশ কর্মকর্তার বাসায় কাজ করতো জান্নাত। জান্নাতের দুর্ঘটনার সংবাদ শুনে সোমবার ভোরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসি। চার বোন এক ভাইয়ের মধ্যে জান্নাত ছিল দ্বিতীয়।
জান্নাতের মৃত্যুর সম্পর্কে বাবা জানান, ওই পুলিশ কর্মকর্তার বাসায় গড়ম পানি করতে গিয়ে আগুনে পুড়ে যায়। আমার কোনো অভিযোগ নাই। আমার মেয়ে মরে গেছে, মেয়েকে তো আর ফিরে পাবো না। তবে হাসপাতাল মর্গে সরাসরি জান্নাতের কোনো স্বজনকে পাওয়া যায়নি।
এরআগে গত রোববার (১৬এপ্রিল) দুপুরে শান্তিনগরের বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হয় জান্নাত। সেইদিনই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ওই শিশু গৃহকর্মী মারা যায়। তার শরীরে ৮৫ শতাংশ দগ্ধ ছিল।
>>আরও পড়ুন: শান্তিনগরে দগ্ধ শিশু গৃহকর্মী জান্নাত মারা গেছে
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এজেডএস/এসএ