ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদে গাইবান্ধার মহাসড়কে কাজ করবে ৩২ ট্রাফিক পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ঈদে গাইবান্ধার মহাসড়কে কাজ করবে ৩২ ট্রাফিক পুলিশ

গাইবান্ধা: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার অংশে তিন শিফটে ৩২ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার প্রবেশমুখ পলাশবাড়ী-চৌমাথা মোড়ে যাত্রীসেবা ছাউনি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধা অংশের গোবিন্দগঞ্জ উপজেলা থেকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত ৩২ কিলোমিটার অংশে ফোরলেনের কাজ চলমান। সে কারণে স্বাভাবিকভাবেই ঈদ যাত্রায় কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সে লক্ষ্যে ৩২ কিলোমিটার অংশে তিন শিফটে পালাক্রমে ৩২ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। থানা পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা তাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন। সবার আন্তরিক প্রচেষ্টায় নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা হবে।

পরে দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার  কামাল হোসেন।  

এর আগে পৌর শহরের ডাকবাংলো মার্কেট ও হাইস্কুল মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে অগ্নিকাণ্ড রোধে বিভিন্ন দিক-নির্দেশনা দেন জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।  

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ টৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন, পলাশবাড়ী থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পৌর মেয়র গোলাম সরোয়ার বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।