ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২০০ মডেল মসজিদে হবে ঈদের নামাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
২০০ মডেল মসজিদে হবে ঈদের নামাজ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।  

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে চার দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন।

উদ্বোধন করা মডেল মসজিদগুলোতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা হবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

প্রতিশ্ৰুতি অনুযায়ী ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৫৬৪টি মসজিদের মধ্যে চার দফায় ২০০টির উদ্বোধন করা হয়েছে। বাকি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এইচএমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।