ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে আরও ২০ হাজার পরিবার পাবে ঈদসামগ্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে আরও ২০ হাজার পরিবার পাবে ঈদসামগ্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রমজান উপলক্ষে ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরও ২০ হাজার পরিবারকে ঈদসামগ্রী বিতরণ ও ১৫ হাজার পরিবারকে বস্ত্র দিয়ে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা ও রংধনু গ্রুপ।

শিল্প গ্রুপ দুটির উদ্যোগে উপহার হিসেবে আজ (বৃহস্পতিবার) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় মাঠে এসব দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ শুরু করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে দরিদ্র পরিবারের নারী-পুরুষরা এসে ভিড় করেন। বস্ত্র সহায়তার মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস।

এ ছাড়া শুক্রবার (২১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্পটে ওই ২০ হাজার পরিবারের পরিমাণ ঈদসামগ্রী বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে পোলাও চাল, চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, পেঁয়াজ, সেমাই।

এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের কোনো প্রকার ইফতার মাহফিল করে টাকা নষ্ট না করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে আমরা রমজান মাস জুড়ে এবং ঈদ উপলক্ষে সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আর এ সহায়তা বছরজুড়েই অব্যাহত থাকবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মার্কা নৌকা নিয়ে রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে ও ঈদে কর্মহীন গরিব অসহায় মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করে। তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তা না হলে এ মানুষগুলো আরও বেশি অসহায় হয়ে পড়বে। মানুষের দুঃসময়ে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। সামর্থ্যবানরা সহযোগিতার হাত বাড়িয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে হবে।  

রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান বলেন, বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ রূপগঞ্জের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর উপহার হিসেবে পবিত্র রমজান মাসজুড়ে খাদ্যসামগ্রী থেকে শুরু করে বস্ত্র ও অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করা অব্যাহত ছিল। এখন থেকে ঈদসামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।  

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিগত সময়ে করোনা মহামারি থেকে শুরু করে মুসলিমদের ঈদ ও হিন্দুদের পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানসহ নানা দুর্যোগ সময়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এভাবেই করে যাবেন বলে আশা করছি।

শাড়ি নিতে আসা হিজড়া সাগরিকা বলেন, রফিক সাহেব সবসময় আমাদের মতো হতদরিদ্রদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে বস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। এখন শাড়ি পেয়েছি। আগামীকাল ঈদসামগ্রী পেলে আমাদের চিন্তা নাই। রংধনু গ্রুপ আরও এগিয়ে যাক- এই দোয়া করি।

বস্ত্র নিতে আসা আক্কাস আলী, রহমতুল্লাহ, আইমুন্নেছাসহ আরও অনেকেই বলেন, রোজার মধ্যে অনেক কষ্টে দিন কাটাইছিলাম। পরে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের চাইল পাইয়া অনেক খুশি হইছিলাম। এবার ঈদের শাড়ি ও লুঙ্গি পাইছি। পামু ঈদসামগ্রীও। আল্লায় হ্যাগো অনেক ভালা করব, আরও দিবো।

ঈদবস্ত্র বিতরণের সময় খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগ সদস্য করিম পাঠান, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূইয়া ও আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, আওয়ামী লীগ সদস্য শমসের আলী, হাজি আমিন হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, মোস্তফা কামাল হোসেন, মো. জলিল ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদসহ আরও অনেকে।

অপরদিকে, পূর্বাচল মানবকল্যাণ সংস্থার উদ্যোগ স্থানীয় পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে। দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা রিটন প্রধানের সার্বিক সহায়তায় এসব সামগ্রী বিতরনকালে সভাপতিত্ব করেন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ মীর, আফজাল হোসেন, যুবলীগ নেতা আব্দুল হামিদ ভুঁইয়া, সংগঠনের সভাপতি হামিদা সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্যরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, সেমাইসহ ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।