ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষে নিহত ১ ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অন্তত সাতটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে

ঢাকা: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ অন্তত সাতটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  সগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

এএসআই সগির মিয়া বলেন, রোববার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কাছে ঢাকা থেকে মাওয়াগামী গাড়িগুলোর মধ্যে এ সংঘর্ষ হয়।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।