ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবের সঙ্গে মিলিয়ে কালীগঞ্জে ঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
সৌদি আরবের সঙ্গে মিলিয়ে কালীগঞ্জে ঈদ

লালমনিরহাট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ঈদুল ফিতর পালিত হচ্ছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলার অন্তত পাঁচ শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাত অনুষ্ঠিত হয় উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে। ইমামতি করেন মাওলানা আব্দুল মাজেদ।

স্থানীয় জানান, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করছেন। এ বছরও তারা একইভাবে ঈদ পালন করছেন। রমজান মাসও তারা সৌদির সাথে মিলিয়ে পালন করেছেন।

মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সারা বিশ্বে একই দিন ঈদ হবে। এ বিশ্বাস থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েক বছর ধরে এ এলাকার মানুষ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে। প্রতিবার আমরা সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ পালন করি। এতে জামাতে ৫ শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষের পাশাপাশি নারীরাও জামাতে অংশ নেন। গত বছর থেকে এবার আমাদের এলাকায় মুসল্লি কমেছে। অন্যান্য স্থানেও ঈদের জামাত হওয়ায় এ অবস্থা হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম গোলাম রসূল জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা, তুষভান্ডার ও চন্দ্রপুর ইউনিয়নের কিছু মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। তাদের নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা সেখানে টহল দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।