ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ঈদুল ফিতরের প্রধান চার জামাত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
নোয়াখালীতে ঈদুল ফিতরের প্রধান চার জামাত প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালী জেলা প্রশাসন থেকে পবিত্র ঈদুল ফিতরের প্রধান চারটি জামাতের সময়সূচি জানানো হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) জেলায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতগুলোর বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে।

নোয়াখালী কেন্দ্রীয় ঈদগাহে (বায়তুল আমান কোর্ট মসজিদ প্রাঙ্গণ) পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

জেলা জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টা ১৫ মিনিটে এবং দ্বিতীয়টি ৮টা ৪৫ মিনিটে।

পৌর বাজার দারুস সালাম মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

শহিদ ভুলু স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।