ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬

বরিশাল: বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে চালকসহ ছয়যাত্রী আহত হয়েছেন।

শনিাবর (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের কাশিপুর শের ই বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে পটুয়াখালীর কালাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল বেপারী পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত থেকে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাস সড়কের মধ্যে আকস্মিক থেমে যায়। এ সময় দুই বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত বেপারী পরিবহনের চালক মিলন জানান, তাদের বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। প্রচেষ্টা পরিবহনের সঙ্গে তাদের বাসের সংঘর্ষে তারা ছয়জন যাত্রী আহত হন।

খবর পেয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।