ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় দুদকের প্রধান করণিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
সড়ক দুর্ঘটনায় দুদকের প্রধান করণিকের মৃত্যু

বরিশাল: বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুদক কর্মকর্তা মো. এমদাদুল।  

তবে শেষ রক্ষা হয়নি।

শনিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।  

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই উজ্জল এ তথ্য জানিয়েছেন।

নিহত মো. এমদাদুল হক (৩৫) নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তিনি হবিগঞ্জের দুদক কার্যালয়ের প্রধান করণিক (হেড ক্লার্ক) পদে কর্মরত ছিলেন।

এর আগে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের এসআই ফায়েজ আহমেদ। ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক ছিলেন তিনি।

দুদকের প্রধান করণিক এমদাদুল ছিলেন নিহত এসআইয়ের মামাতো ভাই।  

শনিবার বিকেলে দুজনে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিকেল ৪টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকার গ্রামীণ চক্ষু হসপিটালের সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় দ্রুতগামী একটি বাস।  

এতে ঘটনাস্থলেই এসআই ফায়েজ আহমেদ মারা যান। নিহত এসআই ফায়েজ আহমেদ (৩৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।