ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের নাজিরারটেকের উপকূলে মরদেহবাহী একটি ট্রলার ভেসে এসেছে। এখন পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের সাগরের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি ভেসে আসে। ট্রলারে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে ট্রলারটি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো সবই গলে-পচে গেছে।

তিনি আরও জানান, লাশগুলো শনাক্তের চেষ্টা চলছে। ট্রলারের মালিক কে তাও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করছি, কোনো ডাকাতির ঘটনায় এরা নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।