ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসায় রোগী দেখতে না যাওয়ার ফার্মেসির মালিককে মারধর!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
বাসায় রোগী দেখতে না যাওয়ার ফার্মেসির মালিককে মারধর!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় রোগী দেখতে না যাওয়ার ফয়জুল ইসলাম নামের এক ফার্মেসির মালিককে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাতে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

রোববার (২৩ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী মো. ফয়জুল ইসলাম বাদী হয়ে ২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩-৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আব্দুর রবের ছেলে মো. রানা (৩০), একই এলাকার মো. ওমর ড্রাইভারের ছেলে মো. রনি মিয়া (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে সিআই খোলা এলাকায় রাহাত মেডিসিন কর্নার ওষুধ দোকানের মালিক এবং ওষুধ বিক্রয় করে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন। ২২ এপ্রিল ঈদের দিন রাতে দোকানে ওষুধ বিক্রি করার সময় বিবাদী রনি তার দোকানের সামনে এসে তার বাসায় রোগী দেখার জন্য যেতে বলে। তিনি ওষুধের দোকানে ব্যস্ত থাকায় রোগীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করার জন্য বলেন। কারণ তিনি প্রাথমিক চিকিৎসায় পরামর্শ দিলেও বড় ধরনের কোনো চিকিৎসা করেনি। বিবাদীরা তখন তার দোকান থেকে চলে যায়।  

পরবর্তীতে ৩০ মিনিট পরে আবার তার ওষুধের দোকানের সামনে এসে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে মারধর করে আহত করে এবং গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টা করে। এরপর জোরপূর্বক তার দোকানের সাটার বন্ধ করে দেয়। তার ছেলে রিফাতের (৬) এ অবস্থা দেখে ভয়ে-আতংকে চিৎকার করে। এরপর ওষুধের দোকানে ব্যবসা করতে পারবে না এবং এলাকা ছেড়ে চলে যেতে হবে এসব বলে ভয়ভীতি হুমকি প্রদান করে চলে যায়।  

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।