ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

মুহূর্তেই বেদনায় বিলিন ঈদ আনন্দ, আগুনে সর্বশান্ত একটি পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, এপ্রিল ২৪, ২০২৩
মুহূর্তেই বেদনায় বিলিন ঈদ আনন্দ, আগুনে সর্বশান্ত একটি পরিবার

গাইবান্ধা: মুহূর্তেই বেদনায় বিলিন ঈদের আনন্দ। চরম হতাশায় রূপ নিয়েছে আনন্দের রং।

আগুন পুড়ে ছাই হয়েছে একটি পরিবারের তিলে-তিলে গড়া সংসার-স্বপ্ন। ফলে পথে বসেছে পরিবারটি।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের গংলার ডোবা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই বাড়ির চারটি কক্ষে থাকা সর্বস্ত পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই গ্রামের মৃত জিয়ারত উল্লারন ছেলে নুরজামান বেপারির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির চারটি কক্ষের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।