ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় পাবনায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় পাবনায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 

পাবনা: পাবনার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় পাবনায় দোয়া, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আনন্দ প্রকাশ করেছেন সাধারণ মানুষও।

 

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন চুপপু। পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বড়‌ পর্দায় শপথ গ্রহণের অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।  

শপথ গ্রহণের পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নতুন রাষ্ট্রপতির জন্য দোয়া করা হয়। দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়। পরে পাবনা শহরে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।  

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় রিকশাচালক, ভ্যানচালক, ফুটপাতের দোকানসহ পথচারীদের মাঝে মিষ্টি বিরতণ করা হয়।  

পাবনা থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন নতুন রাষ্ট্রপতি পাবনার মানুষ ও মাটির জন্য কাজ করবেন পাবনাকে মডেল জেলায় রূপান্তর করবেন। আরিচা-দৌলতদিয়া-কাজিরহাটে ত্রিমুখী সেতু, মেডিকেল কলেজকে হাসপাতালে রূপান্তর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ঢাকা-পাবনা ট্রেন চলাচলসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।  

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন।  বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।  ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।