ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণ কেরানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
দক্ষিণ কেরানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব-১০)।

গ্রেপ্তার মাদককারবারিরা হলেন- হৃদয় হোসেন (২৮) ও মো. আমিন (৩০) ও মো. রনি কাজী (৩৭)।

 

অভিযানকালে তাদের কাছ থেকে ৩২২ বোতল ফেনসিডিল ও ২ হাজার ৩৯৫ ইয়াবা, ৬টি মোবাইল ফোন, মাদক বিক্রির ৫ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

সোমবার (২৪ এপ্রিল) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, রোববার (২৩ এপ্রিল) দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ৩২২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি হৃদয় হোসেন ও আমিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের তল্লাশি করে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ৩৯৫ ইয়াবাসহ মাদককারবারি রনি কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।  

র‌্যাব-১০ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পেশাদার মাদককারবারি বলে স্বীকার করেছেন। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।