ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বায়িরাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর কাজিপাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭) ও গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের সাড়ে চার বছর বয়সী মেয়ে আতিয়া।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার সকালে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার শাহজাহানপুর পশ্চিম পাড়া রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় দুই বাইক আরোহী।  

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় দুপুরের দিকে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এসময় অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আতিয়া ছিটকে রাস্তায় পড়ে মারা যায়।

তিনি আরও জানান, পুলিশ দুই ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।