ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকায় জ্বালানি তেল বহনকারী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম (৪৫) নামে এক নারী হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের মধ্যবর্তী সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা উপজেলার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।  

আহতরা হলেন- আদিতপুর গ্রামের তোতা মিয়া মেয়ে রিয়া বেগম (১৬), ছেলে রিয়াদ (১২), মেয়ে নূরি (৬) ও অটোরিকশাচালক মাখন মিয়া (৩২)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ট্যাংকলরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। পথিমথ্যে লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় এলে বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুলতানার মৃত্যু হয়।

এদিকে ট্যাংকলরির চালক সরোয়ার হোসেন সুজনকে (৩৩) আটক করা হয়েছে। তিনি উপজেলার ভরাউট গ্রামের নবীর হোসেনের ছেলে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ট্যাংকলরির চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।