ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নেত্রীর ঘরে ডাকাতি, একজন নিহতসহ গুলিবিদ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
রোহিঙ্গা নেত্রীর ঘরে ডাকাতি, একজন নিহতসহ গুলিবিদ্ধ ২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের নারী ব্লক মাঝি মনিরা বেগমের ঘরে সশস্ত্র ডাকাত দলের হামলায় গুলিবিদ্ধ এক নারী নিহত হয়েছেন।  

নিহত জমিলা মনিরার বোন।

এ সময় গুলিবিদ্ধ হয়ে মনিরা ও তার মেয়ে নুর ফাতেমা আহত হন।

সোমবার (২৪ এপ্রিল) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জমিলা মোহাম্মদ হোসেনের স্ত্রী। আর আহত মনিরা বেগম আবদুল করিমের স্ত্রী এবং মেয়ে নুর ফাতেমা। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা জানিয়েছেন, সশস্ত্র সালমান শাহ গ্রুপের ১২-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর সঙ্গে জানুয়ারি থেকে এ পর্যন্ত (২৪ এপ্রিল) ২৪টি হত্যাকাণ্ড হলো।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।