ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিয়ের আয়োজনে মসজিদেই দুই কাজির মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
বিয়ের আয়োজনে মসজিদেই দুই কাজির মারামারি

বরিশাল:  বিয়ের আয়োজনে মসজিদের ভেতরেই বরিশালের বাকেরগঞ্জে দুই কাজির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

জানা যায়, মসজিদে সোমবার আসর নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে বর ও কনে পক্ষের উপস্থিতিতে বিয়ের কাবিনের আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজী শফিউল বাশারের  এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদের মধ্যে উপস্থিত হন অপর কাজি আবু হানিফা।

এ সময় দুই কাজির বৈধতা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আবু হানিফার দাবি, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজি। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে।

এদিকে শফিউল বাশারও নিজেকে রঙ্গশ্রী ইউনিয়নের কাজি পরিচয় দিয়ে জানান, সুপ্রিম কোর্ট কাজি আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে তারা। এলাকাবাসীর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে হট্টগোল নিয়ন্ত্রণে আসে।  তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।