ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজাপুরে জোড়া খুনের ঘটনায় মামলা, ২১ জন আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
রাজাপুরে জোড়া খুনের ঘটনায় মামলা, ২১ জন আসামি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা দ্বায়ের করা হয়েছে।  

নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলা নং ১০।  

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার বাবা শুক্তাগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল রব হাওলাদার ও তার চাচাতো ভাই বেলায়েত হাওলাদারকে জগইরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে আসামিরা। শুক্তাগড় ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম লালুর (লালু মেম্বার) নির্দেশে ধারালো দেশীয় অস্ত্র চাইনিজ ছুরি, রামদা, চাপাতি দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।  

ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে রাজাপুর থানা পুলিশ।  

অন্যদিকে, মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হলে মঙ্গলবার আছর নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. সজল হোসেন (২১), মো. মিজান (৪১), মো. শাহজাহান খলিফা (৪৮)। এই তিনজনের বাড়ি একই উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট এলাকার। অপরজন হলো খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান (২১)।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বাদীর দায়ের করা এজাহারটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছি। মামলার চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।