ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টোকিওতে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার সামিট অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
টোকিওতে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার সামিট অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী

ঢাকা: জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সোমবার (২৩ ডিসেম্বর) টোকিওতে জাপান-বাংলাদেশ আইটি অ্যাসোসিয়েশন (জেবিআইটিএ) আয়োজিত ‘দ্বিতীয় বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার সামিট’-এ যোগ দেন। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও জেট্রো ঢাকার সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত দাউদ আলী তার বক্তব্যে বাংলাদেশের আইটি খাতের উন্নয়নের কথা বিস্তারিত তুলে ধরেন।  

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ যুক্ত হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের এমন একটি সম্ভাবনা ও শক্তি রয়েছে যার সঙ্গে জাপান যুক্ত হতে পারে। তিনি তথ্যপ্রযুক্তি খাতে আরও সহযোগিতার জন্য এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ মানবসম্পদ আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

কাইকম সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও জেবিআইটিএ’র সভাপতি অঞ্জন দাস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। জেট্রো বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইউজি আন্দো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আকর্ষণ সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

পরে রিক্কিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ন্যানোরি কুসাকাবে এবং এটবি লিমিটেডের সিইও কাজুকি ইওয়াইয়ের সমন্বয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

কেকে ডেসটিনির সিইও রেজওয়ানুর কবির অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।