ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগুনে পুড়ল সংরক্ষিত বাঁশবন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আগুনে পুড়ল সংরক্ষিত বাঁশবন  কুরমা বনে আগুন লেগেছে। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কুরমা বন বিটের সুনারায় বাঁশবাগানের হামহাম জলপ্রপাতের সড়কের পাশের সংরক্ষিত বাঁশবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বন বিটের গহীন বনে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশবাগানসহ প্রায় ৩ একর এলাকার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে।

হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া পর্যটকেরা জানান, হামহাম জলপ্রপাত যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গাজুড়ে আগুন লেগেছিল। আগুনের তীব্র উত্তাপ থাকায় রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পরে বন থেকে বেরিয়ে আসেন তারা। আগুনে অনেক গাছের গোড়া (মোথা) পুড়ে গেছে বলে জানা গেছে।

কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, সোমবার বিকেলে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশবাগানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে বনকর্মী ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বনের প্রায় দুই-আড়াই একর এলাকার লতাগুল্ম জাতীয় গাছ ঝলসে গেছে। এখনো ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি।

আগুন লাগার কারণ হিসেবে বিট কর্মকর্তা জানান, হামহাম জলপ্রপাতে এই পথ দিয়ে যাওয়া বা আসার সময় কোনো পর্যটকের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগাতে পারে।

মঙ্গলবার রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাঁশবনে আগুন লাগার কথা স্বীকার করে বলেন, আগুনে বনের তেমন কোনো ক্ষতি হয়নি। কিছু পাতা ও লতাগুল্ম ঝলসে গেছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩

বিবিবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।