ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন ফরিদপুরে ১১ ইউপির জনপ্রতিনিধিরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
শপথ নিলেন ফরিদপুরে ১১ ইউপির জনপ্রতিনিধিরা 

ফরিদপুর: শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা।  

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের কবি জসীম উদ্দিন হলে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ পাঠ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের শপথবাক্য পাঠ করান ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।  

এছাড়া এ সময় সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, আশিকুল হক, বিপুল চন্দ্র দাস, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে সাধারণ মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছে, আগামী পাঁচ বছর স্থানীয় সরকারের নির্দেশ অনুযায়ী আপনারা প্রত্যেকেই মানব সেবায় নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, এই পাঁচটি বছর যারা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে, তাদের সাধারণ মানুষ পুনরায় ভোট দিয়ে দায়িত্ব অর্পণ করবে। আর যারা এর ব্যত্যয় ঘটাবে তাদের প্রত্যাখ্যান করবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা।  

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ১১, সংরক্ষিত নারী সদস্য ৩৩, সাধারণ সদস্য ৯২ মোট ১৪৩ জন উপস্থিত ছিলেন।  

এ বছরের ১৬ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়। সেখানে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।  

জেলা সদর উপজেলার ১১টি ইউনিয়নের বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, মাচ্চর ইউনিয়নে জাহিদ মুন্সী (আনারস), ঈশান গোপালপুর ইউনিয়নে শহীদুল ইসলাম মজনু (নৌকা), কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাশারুল আলম বাদশা (নৌকা), কানাইপুর ইউনিয়নে শাহ মো. আলতাফ হোসেন (মোটরসাইকেল), কৈজুরী ইউনিয়নে ফকির মো. সিদ্দিকুর রহমান (নৌকা), গেরদা ইউনিয়নে শাহ মো. এমার হক (নৌকা), আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু (নৌকা), নর্থচ্যানেল ইউনিয়নে মোফাজ্জেল হোসেন (নৌকা), ডিক্রিরচর ইউনিয়নে মেহেদী হাসান মিন্টু (মোটরসাইকেল), চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান মণ্ডল (নৌকা), অম্বিকাপুর ইউনিয়ন নুরুল আলম (মোটরসাইকেল)।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।