ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি নির্মাণ কাজে ব্লক ইট ব্যবহার করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সরকারি নির্মাণ কাজে ব্লক ইট ব্যবহার করতে হবে

ঢাকা: আগামী অর্থ বছর থেকে সরকারি নির্মাণ ও মেরামত কাজে ব্লক ইট ব্যবহার নিশ্চিত করতে বলেছে সংসদীয় কমিটি।

বুধবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়েছে।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-মন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে ব্লক ইটের রোডম্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময়; জীববৈচিত্র্য সংরক্ষণ ও রাবার চাষ উন্নয়নে করণীয় এবং জাহাজ ভাঙা ও বালু উত্তোলনের কারণে উপকূল বিধ্বস্ত হওয়ার বিষয়ে ‘একটি পত্রিকায় প্রকাশিত গত ২৪ মার্চ প্রকাশিত খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।  

এছাড়া বিগত সভাগুলোর সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে আগামী অর্থবছর থেকে সরকারি নির্মাণ ও মেরামত কাজে ব্লক ইট ব্যবহার নিশ্চিত করা এবং ব্লক ইট ব্যবহার সম্পর্কিত বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে যৌথভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

এছাড়া বন বিভাগের ভূমি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে লিজ দেওয়ার কারণ উদঘাটন এবং রাবার চাষের জন্য লিজ করা ভূমিগুলো রাবার চাষের কাজে ব্যবহৃত হচ্ছে কি না তা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিক্তির সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।                      

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এসকে/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।