মাদারীপুর: মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে কমপক্ষে ২০ যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার এলাকার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের মুন্সীরবাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রয়েছে ৩ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। নিহত হয়েছে কি না এখনো নিশ্চিত নই।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এএটি