ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪২ চাকার লরি উঠতেই ধসে পড়ল ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
৪২ চাকার লরি উঠতেই ধসে পড়ল ব্রিজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে একটি লোহার সেতু ধসে পড়েছে। এসময় সেতুর ওপরে থাকা একটি লরি ও প্রাইভেটকার নিচে পড়ে চিড়েচ্যাপ্টা হয়ে গেছে।

আহত হয়েছেন দুজন।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে-ময়মনসিংহগামী লেনের লোহার ব্রিজে একটি ৪২ চাকার লরি ট্রান্সফরমার নিয়ে উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় সেতুতে ওঠা একটি প্রাইভেটকারও নিচে পড়ে চিড়েচ্যাপ্টা হয়ে যায়। এ ঘটনায় দুজন আহত হন।

এদিকে, সেতুটি ধসে পড়ার পর একটি লেন দিয়েই ঢাকা-ময়মনসিংহগামী সকল যানবাহন চলাচল করছে বলেও জানান তিনি।

ত্রিশাল ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল কালাম বলেন, ময়মনসিংহগামী একটি ৪২ চাকার লরি ট্রান্সফরমার নিয়ে লোহার ব্রীজে ওঠার সঙ্গে সঙ্গে এটি ধসে পড়ে। এসময় ওই ব্রীজের ওপর থাকা একটি প্রাইভেটকার চিড়েচ্যাপ্টা হয়ে যায় এবং তাতে থাকা ৫ জনের মধ্যে দুজন আহত হন। ব্রীজটি প্রায় ১০০ ফুট নিচে ধসে পড়ে।  

এ ঘটোনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে, তবে এই লরি পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষে উদ্ধার করা সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, ৪২ চাকার এই লরি ও ট্রান্সফরমার উদ্ধার করতে হলে বড় ক্রেন লাগবে।  

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।