ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘রাত ১২টায় গ্রামের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ডিজিটাল বাংলাদেশের উপহার’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
‘রাত ১২টায় গ্রামের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ডিজিটাল বাংলাদেশের উপহার’ 

ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রত‍্যন্ত গ্রামের মাঠে রাত ১২টায় হয়ে গেল মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দেখকে ভিড় জমায় কয়েক শত দর্শক।

 

চার-ছক্কা হাঁকালে বা আউটের সময়ে করতালি আর চিৎকার ধ্বনিতে খেলোয়াদের উৎসাহ জোগান দর্শকরা। এদের প্রায় সবাই বয়সে শিশু-কিশোর ও যুবক।  

আর এসব কিশোর-যুবাদের সঙ্গে রাত জেগে খেলা উপভোগ করলেন গ্রামের ক্রীড়ামোদি প্রবীণরাও। তারাও খেলার জমজমাট মুহূর্তগুলোতে করতালিতে সরব ছিলেন দর্শক সারিতে।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতের প্রথম প্রহরে এমনই এক প্রাণবন্ত মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উপজেলার ভাংনামারি ইউনিয়নের ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে।  

এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।  

এ সময় ব‍্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান বলেন, প্রত‍্যন্ত গ্রামের মাঠে রাত ১২টায় উৎসবমুখর পরিবেশে এই ক্রিকেট টুর্নামেন্ট দেখে আমি অভিভূত। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উপহার। ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি আজকের এই খেলার মাঠে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধূলায় আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করছি।  

ভোলার আলগী উত্তরপাড়া সমাজ কল‍্যাণ সংঘ মরহুম ডা. ফজলুল হক সরকার স্মৃতি স্মরণে এই মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক।  

দশ ওভারের এই টুর্নামেন্টে কোনাপাড়া একাদশ দলের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্র্ণ এই খেলায় বিজয়ী হয় আয়োজক দল।  

এ সময় বিজয়ীদলের কাছে টুর্নামেন্টের প্রথম পুরস্কার এলইডি টিভি তুলে দেন উপস্থিত অতিথিরা। সেই সঙ্গে কোনাপাড়া একাদশ দলকে দেওয়া হয় রার্নাসআপ ট্রফি।  

এতে অতিথি আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ফরিদুজ্জামান দুলন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল হক, প্রভাষক তৌফিকুন নূর সাদি, সাংবাদিক মো. আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, ইউপি সদস‍্য মো: রুহুল আমিন, এনামুল হক মাষ্টার, তরুন সমাজসেবক শফিকুল ইসলাম রতন, আব্দুল মুঈদ মিতু প্রমুখ।  

এর আগে কৃষি কর্মকর্তা মমিনুর রহমান রানা ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের শ্রুতিমধুর ধারাভাষ‍্যে অনুষ্ঠিত টুর্নামেন্টে আম্প‍্যায়ার হিসাবে দায়িত্ব পালন করেন ওরাকল বিসিএসের পরিচালক আব্দুল আলীম মামুন।   

এবিষয়ে আয়োজক কমিটির সদস‍্য ইব্রাহিম খলিল, হাসান, মাজাহারুল, সোহেল, আকাশ ও আশিক জানান, মূলত এলাকার সিনিয়র-জুনিয়রদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তরুণদের নিয়ে এই খেলার আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।