ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ১০ ঘণ্টা পর ধান ক্ষেতে মিললো কিশোরের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
নিখোঁজের ১০ ঘণ্টা পর ধান ক্ষেতে মিললো কিশোরের মরদেহ 

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মালেক সরদার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চেঙ্গামহল্লা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মালেক ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে। সে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগির দোকানের কর্মচারী ছিল।  

নিহত মালেকের মা তারা বানু জানান, মালেক প্রতিদিন ঠিক সময়েই দোকান থেকে বাড়িতে ফিরতো। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করা হয়। পরে শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পান তিনি।  

মুরগি দোকানের মালিক জহুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মালেক দোকান বন্ধ করে পাশের দোকানের কর্মচারী মুক্তারের সঙ্গে রেস্তোরাঁয় খাওয়ার কথা বলে বেরিয়ে যায়। শুক্রবার সকালে জানতে পারি তার মরদেহ পাওয়া গেছে।  

এদিকে মালেকের বন্ধু মুক্তার হোসেনের দাবি, দোকান থেকে গিয়ে তারা উপজেলার বারোমাইল এলাকার গার্ডেন ভিউ রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করে। এরপর রাত ১০টার দিকে দুজন মিলে অটোভ্যানে করে নিজেদের এলাকা যায়। সেখানে গিয়ে মালেক তাকে কাজের অজুহাত দেখিয়ে একা বাড়ি চলে যেতে বলে।  

দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মুখে ফ্যানা সাদৃশ্য দেখে গেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।