ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
পটুয়াখালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ফাইল ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামে বজ্রপাতে আলমগীর খান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।  

স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়ির পাশে মুগডাল ক্ষেতে যান আলমগীর। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

লাউকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর রহমান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছ্নে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।