ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড়: দেশের একমাত্র সড়ক পথের চতুর্দশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরে সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আমদানি- রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে করে পুনরায় প্রাঞ্জলতা ফিরে এসেছে এই বন্দরটিতে।

শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২টার সময় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাবান্ধা বন্দর ইনচার্জ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ১০ দিন বন্ধের পর শনিবার সকাল থেকেই স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ১৪৫টি পণ্যবাহী ভিনদেশি গাড়ি আমদানিকৃত মালামাল নিয়ে বন্দরে প্রবেশ করেছে।

এদিকে বন্দর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ১৮ এপ্রিল) উভয় দেশের ব্যবসায়ী, বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।