ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটি টাকার ট্রাকের চোরাই ইঞ্জিন উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
কোটি টাকার ট্রাকের চোরাই ইঞ্জিন উদ্ধার, আটক ৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জে কোটি টাকা মূল্যের চোরাই ট্রাকের কাটা ইঞ্জিনের অংশসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককরা হলেন,সদর উপজেলার গোলড়া চরখণ্ড গ্রামের খোরশেদ আলমের ছেলে মাহাবুব আলম রাকিব (২৭), সিংগাইর উপজেলার বূর্ব বান্দাইল গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও সদর থানার ঢাকুয়াপাড়া গ্রামের হায়াত আলী বিশ্বাসের ছেলে মো. বাদল বিশ্বাস (৩৮)।

জানা যায়, গত বৃহস্পতিবার গোপন সংবাদের তথ্য মতে জেলার সাটুরিয়া উপজেলার কামতা এলাকার একতা ট্রেডিংসের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহাবুর আলম রাকিব নামের এক জনকে ট্রাকের চোরাই তিনটি ইঞ্জিনসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শুক্রবার (২৮ এপ্রিল) মো. সাদ্দাম নামের আরও এক জনকে চোরাই মালামালসহ আটক করে। তাদের দুই জনকে জিজ্ঞাসাবাদে আরও ৭-৮ জনের নামসহ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এবং পরে বাদল বিশ্বাসকে আটক করা হয়।  

এই চোরাই গাড়িগুলো কম দামে ক্রয় করে সদর উপজেলার জাগীর ইউনয়নের মামুনের ভাড়া দেওয়া গোডাউনে সামনের জায়গায় নিয়ে কেটে খণ্ড খণ্ড করে বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে। গাড়িগুলো কেটে একতা ট্রেডিং নামের একটি গোডাউনে লুকিয়ে রাখা হতো।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটি টাকা মূল্যের চোরাই ইঞ্জিনসহ তিন জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এই বিষয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।