ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

১৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
১৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

শনিবার (২৯ এপ্রিল) যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল ইসলাম জানান, গোলাপবাগে এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে কোয়ালিটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১৪ কেজি গাঁজাসহ আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার কোতয়ালী মডেল থানায় তার নামে আরও একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।