ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আবদুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলেমান শেখ।

বহুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, বাগডুমুর গ্রামের মাঠে বিকেলে জমিতে ধান কাটছিলেন মালেক ও সোলেমান। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু মিয়া বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।