ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ৫

ঢাকা: রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আটকরা হলেন মূলহোতা আবু সাঈদ সিফাত (১৭), শাহারিয়ার হোসেন সামির (১৭), তানভীর হোসেন শিপন (১৭), মাহাফুজ (১৬) ও সোহান (১৯)।

শনিবার (২৯ এপ্রিল) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং আবু সাঈদ সিফাত এই চক্রের মূলহোতা। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।