ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালের সাজাপ্রাপ্ত মাদক কারবারি সাতক্ষীরায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
বরিশালের সাজাপ্রাপ্ত মাদক কারবারি সাতক্ষীরায় গ্রেপ্তার

সাতক্ষীরা: বরিশালের উজিরপুর-বাবুগঞ্জ এলাকার কুখ্যাত মাদক কারবারি ও মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নান্টু বেপারীকে আটক করেছে র‌্যাব-৬।

শনিবার (২৯ এপ্রিল) রাতে সাতক্ষীরা থেকে তাকে আটক করে বরিশালের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানিয়েছে, বরিশালের উজিরপুরের নান্টু বেপারী ২০১৫ সালে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাব-৮ সদস্যদের হাতে আটক হন। এ ঘটনায় বরিশালের বাবুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলার বিচারকার্য শেষে আদালত আসামি নান্টু বেপারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।  
ওই সময় তিনি জামিনে বের হন। এরপর থেকে নান্টু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে শনিবার (২৯ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর থানাধীন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে তাকে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব-৬।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।